ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার এক জনের কারাদন্ড

সিটিভি নিউজ।।    মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ও এক জন মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের নির্বাহী ম্যাজিষ্ট্রট।
জানা যায়,  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নেতৃত্বে উপজেলা উত্তর শশীদল খালের পাড়ে মো: হাসানের বাড়িতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ বস্তা চোরাচালানের মালামাল (ভারতীয় বাজি ও বিস্ফোরক) উদ্ধার করা হয়। উপস্থিত টের পেয়ে মো: হাসান পালিয়ে যায়। মো: হাসান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান। একই দিনের শশীদল আশাবাড়ি থেকে ২০ পিস ইয়াবাসহ মো: জহিরুল হক (৪৪) নামে এক  মাদক ব্যবসায়ীকে আটক করে  ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও শশীদল বিওপির বিজিবি সদস্য ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন। অভিযানে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শশীদল বিজিবি’র ক্যাম্প কমান্ডার মোঃ ফারুক কামাল, থানার এসআই শফিকুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ ২৩০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ