ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সিটিভি নিউজ।।       মোঃ আবদুল আলীম খান।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  রবিবার সকাল১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক দিক উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাউসার হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন,থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম আলাউল, জহিরুল হক, সুমন সরকার (ভারপ্রাপ্ত), আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক, মনির চৌধুরী, আনিছুর রহমান ভূইয়া রিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ পিজিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, প্রধান শিক্ষক আবু হানিফ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমীন, সোনালী ব্যাংকের ম্যানেজার হুমায়ন কবির, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান,ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অর্থ সম্পদক মোঃ অপু খান চৌধুরী ও সাংবাদিক মোঃ বাছির উদ্দিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে  হবে। বাংলাদেশ ২০৪১ সালে হবে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র । মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ হলোঃ পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু  বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প ও শিক্ষা সহায়তা। কর্মশালায় পাঁচটি গ্রুপে পঞ্চাশ জন অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।সংবাদ প্রকাশঃ  ০৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ