ব্রাহ্মণপাড়ায় গোমতী বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদে পাউবো’র অভিযান

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন  ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি  জানান ====কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউপির চন্ডিপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ড এর অধিগ্রহণকৃত বেদখল হওয়া ভূমি থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ১১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান।

জানা যায় কুমিল্লা জেলা প্রসাশক এর নির্দেশনায়, জেলা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নীপা’র নেতৃত্বে জেলা রাজস্ব অফিসার সাহাদাৎ হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর উপ বিভাগীয় প্রকৌশলী ইমরান হাসান, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ ভূঁইয়া, সহকারী পরিচালক আরিফুর রহমান উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। অভিযানে চন্ডিপুর গোমতী বাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড এর ভূমি থেকে একটি আধাপাকা মার্কেটের বেশকিছু দোকান গুড়িয়ে দেয়া হয়।

উক্ত মার্কেটের মালিক মোঃ জালাল দীর্ঘ ৩০ বছর ধরে এখানে দোকান ও ব্যবসা পরিচানা করতেন। আগে টিনের ছাপড়া থাকলেও কয়েক বছর পূর্বে সে দোকানের সরঞ্জামাদির নিরাপত্তার জন্য আরসিসি পিলার করে একটি স্থায়ী দালান করেন। উচ্ছেদের আগে স্থাপনা সরাতে নোটিশ দেয়া হয় বলে জানায় পাউবো। দোকান সরিয়ে না নেয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পাউবো’র উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ভূইয়া।   সংবাদ প্রকাশঃ  ১২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ