ব্রাহ্মণপাড়ায় খোলাবাজারে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম অব্যহত রয়েছে 

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ===============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সারাদেশের ন্যায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের
আওতায় ৩০ টাকা কেজি দরে চাল খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি ওএমএস কার্যক্রম শুরু করেছে। এছাড়া
টিসিবির কার্ডধারীদেরও দেওয়া হচ্ছে ওএমএস চাল। গত এক মাস ধরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া
উপজেলার সদরের রেজভীয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু কাউছার দুলাল এই ওএমএস চাল বিক্রি করে
আসছে। এছাড়া মহালক্ষীপাড়া আক্তার এন্টারপ্রাইজের আক্তার হোসেন এই চাল বিক্রি শুরু করছেন।
প্রতিদিন ৪শত অসহায় দুস্থ ও টিসিবির কার্ডধারীর মাঝে পাঁচ কেজি করে এই চাল বিক্রি হচ্ছে।
জানা যায়, সপ্তাহে পাঁচদিন এই চাল বিক্রি করা হচ্ছে। সকল শ্রেণীপেশার লোকজন এই চাল ক্রয় করছেন।
গত এক মাসে প্রায় ৪৪ টণ চাল বিক্রি হয়েছে বলে জানান রেজভীয়া এন্টারপ্রাইজের মালিক আবু
কাউছার দুলাল। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবিএম মুসা মাহমুদ জানান, সরকারের ন্যায্য মূল্যে
(ওএমএস) এর আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার
অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করছেন, যাতে নিম্ন
আয়ের মানুষেরা যেন খাদ্য সংকটে না পড়ে। তাই চাল বিতরণ এ কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে
আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।সংবাদ প্রকাশঃ  ০১-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ