ব্রাহ্মণপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।  আনোয়ার হোসাইন  ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়ন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত শনিবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর ইউনিয়ন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ ওসমান। বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম ভূইয়া, সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবদুল আলীম খান।
বক্তরা বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঔষুধ ব্যবসায়ীগণ রোগীদের কাছে কোনো প্রকার এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় করতে পারবে না। এছাড়া ভেজাল ও সরকারি ওষুধ বিক্রয় করা যাবেনা। এসময়, ওষুধ ব্যাসায়ীরা তাদের দোকানের নামে ড্রাগ ল্যাইন্সেন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বক্তারা বলেন। এ ছাড়া যে সকল ওষুধ ব্যসায়ীদের ফার্মাসিস্ট নাই ওই ওষুধ ব্যবসায়িরা ফার্মাসিস্টের জন্য আবেদন করার আহবান জানান বক্তরা।

সংবাদ প্রকাশঃ  ০৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ