ব্রাহ্মণপাড়ায় করোনা টিকা নিতে উপছে পড়া  ভীর 

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন    কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া  উপজেলায় সাধারণ মানুষের  মাঝে করোনার টিকা নেয়ার প্রবনতা চোখে পড়ার মত৷ সোমবার সকাল  থেকে করোনার টিকা নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজনের ভীর সামলাতে হিমশিম খেতে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের৷ আগত লোকের ভীর সামলাতে স্বাস্থ্যবিধি মানাতে ব্রাহ্মণপাড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছে পুলিশের একটি টিম৷ উপজেলার মাধবপুর ইউনিয়ন থেকে আসা মোঃ মোস্তফা  বলেন, অনেক মানুষের অনেক ভীর থাকলেও  কষ্ট করে টিকাটা নেয়া জরুরি৷ উপজেলার মানরা এলাকার জাহানারা বেগম বলেন, এত লোকজন স্বাস্থ্যবিধি না মেনে এক সাথে লাইনে দাড়ালেতো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সকালে এসেছি রাত হলেও টিকা দিলেই  যাব৷ এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোঃ আবুল হাসনাত মহিউদ্দিন বলেন, অথিতের যে কোন দিনের চেয়ে আজকে করোনার টিকা নেয়ার লোকজনের উপস্থিতি অনেক বেশী৷ সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ধৈর্য্য সহকারে টিকা নেয়ার জন্য বার বার বলা হয়েছে৷ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে সবাই টিকা দিয়েই বাড়ি যাবে ইনশাআল্লাহ৷ তবে প্রচুর পরিমাণ লোক জন একদিনে আসায় আমাদের একটু সমস্যা হচ্ছে৷ তিনি বলেন, হাসপাতালে আগত লোকের ভীর বলে দিচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কোন বিকল্প নাই৷ উপজেলায় যাদের বয়স ২৫ বছর হয়েছে তারা আবেদন করে টিকা নেয়ার জন্য আহ্বান  করছি৷ সবাই অবশ্যই মাক্স পরিধান করে আসবেন  এবং এখনও যারা টিকা নেয়ার বাকি আছেন সবাই নিজের এবং পরিবারের কথা চিন্তা করে টিকা নিন সুস্থ্য থাকুন৷

সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ