ব্রাহ্মণপাড়ার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি।।==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব এন এম জিয়াউল আলম।
অনুষ্ঠানে দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম শরীফুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি একেএম ইলিয়াস সরকার, বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফুল হক ভূইয়া, আরবান ক্যাসেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন, কুমিল্লা রয়েল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রসুল বাবু, কুমিল্লা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. জামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রহমান তালুকদার। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন (বিএসসি) ও সহকারী শিক্ষক মো. আবু হানিফ সরকার। এছাড়া, বিদ্যালয়ের দাতা সদস্য বরকত মিয়া, হিতৈষী সদস্য মুখলেসুর রহমান সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম সরকার, আবু হানিফ, মো. বাজিদ আলম তানজির, জুলুস মিয়া সরকার, আওয়ামীলীগ নেতা শাহআলম সরকার (ডিলার), মোস্তফা ভূইয়া, বিল্লাল হোসেন ভূইয়া, আব্দুর রহিম অপু, আবু বাশার মেম্বার, বিল্লাল হোসেন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিকের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিগণ।সংবাদ প্রকাশঃ ০৬০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ