ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ী আবু তাহের ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন    ব্রাক্ষণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি
সৈয়দ আহাম্মদ লাভলুঃ  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ও সদর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন এলাকায় রোববার  উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় দুলালপুর বাজারের কসাই বাড়িতে অভিযান পরিচালনা করে দুলালপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ২৫ পিস ইয়াবা, বিপুল পরিমাণ ইয়াবা সেবনের ফয়েল পেপার ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আবু তাহেরের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা চলমান রয়েছে। দুলালপুরের বিভিন্ন জায়গায় আবু তাহের মাদক সরবরাহ করে বলে জানা যায়৷ আটক তাহেরের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অন্যদিকে অভিযান পরিচালনা করা হয় ব্রাহ্মণপাড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় আলী মিয়া সর্দারের বাড়িতে। এসময় ১ কেজি ২শত গ্রাম গাঁজাসহ নবীর হোসেন ( ৩৬) নামক এক ব্যক্তিকে আটক করে টাস্কফোর্স টিম। আটক নবীর হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
উপজেলা প্রশাসনকে এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।সংবাদ প্রকাশঃ  ১৫-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ