ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ============
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে একটি র‌্যালীর করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  একটি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ , শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাসান, উপ-সহকারী প্রকৌশলীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।।সভায় বক্তারা বলেন, ‘চলতি মাসের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সাইক্লোন সিত্রাং মোকাবিলায় সিপিপির সব সদস্যকে সর্তক থাকতে বলা হয়েছে। দুর্যোগের ক্ষতি কমাতে আমরা যেন সতর্ক থাকি। আমরা বিগত সময়ের মতো সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হব ইনশাআল্লাহ।সংবাদ প্রকাশঃ  ১৪-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ