বুড়িচং লাটুয়ার গরু বাজার নির্ধারিত জায়গায় পরিচালনা করার দাবী

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   বুড়িচং প্রতিনিধি  জানান ==== ====
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা (দ.) ইউনিয়নের
অন্তর্গত লাটুয়ার গরু বাজারটি এ অঞ্চলের জন্য একটি
উল্লেখযোগ্য বাজার হিসেবে অন্তত পরিচিত হয়ে আসছে।
কিন্তু অতি সম্প্রতি বাজার ইজারাদার বাজারের নির্ধারিত
জায়গায় তাদের বাজারের কার্যক্রম পরিচালনা না করে
পার্শ্ববর্তী ব্যাক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে
বাজার বসিয়ে আসছে। এ নিয়ে তাদেরকে নিষেধ করা
সত্ত্বেও তারা কোন কর্নপাত করছে না। অবশেষে
ছিকুটিয়া গ্রামের অধিবাসী পিতা. আ: ছোবানের
ছেলে আওয়ামীলীগ নেতা মো. মফিজুল ইসলাম (৭০)
মোকাম কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২
নং আমলী আদালতে তারই প্রতিপক্ষ আক্তার হোসেন, শহীদ
ওরফে লাদেন শহীদ গং সহ এজাহার নামীয় ৪ জন অজ্ঞাতনামা
আরো ১০/১৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা
হয়েছে। মামলা নং- ৫৩৩/২২। মামলার বাদী মো. মফিজুল
ইসলাম জানান- তিনি সহ ২৯৯ জন সদস্য নিয়ে ভারেল্লা
শাহইরাইল ও শাহনুরুদ্দিন সমবায় সমিতির নামে ১৯৯৫
সনে তারা ভারেল্লা মৌজার দাগ নং-২১৩৪,২১৩৫
সর্বমোট ৩২ শতক সম্পত্তি রেজিস্ট্রি পূর্বক ভোগ দখল
করে আসছে। এছাড়া, উক্ত মৌজার ৩১২১ দাগের সম্পত্তির
উপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। তা সত্ত্বেও বাজার
সম্পূর্ণ অবৈধভাবে ব্যক্তি মালিকানা জায়গায়
ইজারাদারগণ বাজার বসিয়ে আসছে। অধিকন্তু, তার নামে
মিথ্যে চাঁদাবাজীর মামলাসহ তাকে ও তার সহযোগীদের
বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। তাই বিষয়টি
সুরাহাকল্পে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান
জানিয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ১৬-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email