বুড়িচং-ব্রাহ্মনপাড়া শুন্য আসন মনোনয়ন নিয়ে বাড়ছে অনৈক্যের সুর

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লাঃ সংবাদদাতা জানান ===
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মনপাড়া সংসদীয় আসন। স্বাধীনতার পর ৬ বার আ’লীগ প্রার্থীরা এই আসনটিতে বিজয়ী হয়েছেন। যার মাঝে সদ্য প্রয়াত আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ,সাবেক আইন মন্ত্রী অ্যাড.আব্দুল মতিন খসরু একাই ৫ বার এই আসনটিতে সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এই আসনে তিনি অপ্রতিদ্বন্ধি থাকায় অনেকটা একচ্ছত্রভাবে পুরো এলাকায় বিগত ৪ দশক এককভাবে নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে শুন্য আসনটিতে প্রার্থীতা পেতে মরিয়া হয়ে উঠে অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক রাজনৈতিক সুত্র মতে ,প্রথমত পরিবারের মাঝে একাধিক ও প্রয়াত এমপি’র দীর্ঘদিনের সহযোদ্ধাসহ কমপক্ষে দু’ডজন আ’লীগ সমর্থিত নেতার মনোনয়ন প্রত্যাশার জন্য নানাভাবে প্রচারনা সেই অনৈক্যের সুর অনেকটা প্রকট হয়ে দেখা দিয়েছে।
বুড়িচং-ব্রাহ্মনপাড়া সীমান্তবর্তী কুমিল্লা-৫ সংসদীয় আসনটির প্রতিটি পাড়া-মহল্লাজুড়ে রয়েছে আ’লীগের সাংগঠনিক অস্তিত্ব । কুমিল্লার এই জনপদটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও পদচারনা হয়েছিল একাধিকবার। ফলে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এই এলাকার বিশাল একটি জনগোষ্ঠির মাঝে প্রানের স্পন্দন। ১/১১’র পর থেকে অনেকটা অপ্রতিদ্বন্ধি এখানে আ’লীগের অবস্থান। আর সদ্য প্রয়াত এমপি অ্যাড.আব্দুল মতিন খসরু সেই উনিশ শতকের ৮০’র দশকের পর থেকে অনেকটা একক আ’লীগের প্রার্থী এই আসনের। ফলে বিগত সংসদ নির্বাচনগুলোতে তার বাইরে আর প্রভাবশালী প্রার্থী না থাকায় এককভাবে কোন প্রতিদ্বন্ধিতা ছাড়াই তিনি যেমন মনোনয়ন পেয়েছিলেন,তেমনি নেতৃত্বের কোন্দল না থাকায় বারবার বিজয়ী হয়েছিলেন অনেকটা নিশ্চিন্তে,নিরাপদে। আর এভাবে অনেকটা একচ্ছত্রভাবে এই আসনটিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত গত ১২ বছর একটানা সংসদ সদস্যও থেকে এই আসনটিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছেন । কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে অনেকেই নিজেদের বিকল্প প্রার্থী হিসেবে ভাবতে শুরু করে। গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই চিত্র প্রকাশ্যে উঠে আসে খুব দ্রুতভাবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রমযানের ইফতারকে উপলক্ষ্য করে নানাভাবে বেরিয়ে আসতে থাকে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম। এতে মৃত্যুর ৪ দিনের মাঝেই স্থানীয় ও জাতীয় সংবাদ পত্রের শিরোনামে আসে অসংখ্য প্রার্থীর নাম,ছবি। এরপর থেকে যেন বেপরোয়া হয়ে উঠে অনেকেই। ইফতার,দোয়া প্রার্থনার মাঝে সাংবাদিকদের সাথে মতবিনিময় পরবর্তী সংবাদ শিরোনাম,কেউবা প্রয়াত আব্দুল মতিন খসরু’র জন্য দোয়া চেয়ে পত্রিকায় ছবি দিয়ে প্রার্থী হওয়ার বিজ্ঞাপন বা নানাভাবে নিজেকে বঙ্গবন্ধু বা আ’লীগের সৈনিক,দলের জন্য নিবেদিতপ্রান দাবী করে পত্রিকার শিরোনাম হওয়া এযেন একটা অলিখিত প্রতিযোগীতা । এসময় কমপক্ষে দু’ডজন প্রার্থীর নাম উঠে আসে আলোচনায়। এরা হলেন, মতিন খসরু’র অন্যতম প্রধান রাজনৈতিক সহযোগী, বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ,বুড়িচং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আখলাক হায়দার, বুড়িচং উপজেলা আ’লীগ সভাপতি এড.আবুল হাশেম খান, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মনপাড়া আ’লীগ সভাপতি ও সাধারন সম্পাদক আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী, এড.আব্দুল বারী,সাবেক সেনা অফিসার ও ঔষধ প্রশাসনের ডিজি মেজর জেনারেল(অবঃ) মোস্তাফিজুর রহমান, প্রয়াত এমপি’র ভাই এড.আব্দুল মমিন ফেরদৌস,কুমিল্লা দক্ষিন জেলা আ’লীগ সদস্য আব্দুস সালাম বেগ, বুড়িচং উপজেলা আ’লীগ সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আল-আমিন, ব্যারিষ্টার সোহরাব হোসেন খান,মোঃ শাহজালাল মজুমদার মোল্লা , যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এহতেশামুল হায়দার চৌধুরী রুমি,অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মোঃ আব্দুল জলিল, হাজি তারেক হায়দার, এম.এ মতিন(এমবিএ) প্রমুখের নাম। তবে একই সময় বাদ যায়নি প্রয়াত এমপি’র স্ত্রী সালমা সোবহান খসরু,পুত্র আব্দুল মোনেফ ওয়াসিফ ও কন্যা ডাঃ উম্মে হাবিবা দিলশাদ এর নামও। দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র মতে, এসময় মনোনয়ন প্রতাশী অনেকেই নিজেদের পাশাপাশি দল যাকে মনোনয়ন দেন তার পক্ষে কাজ করার অঙ্গিকারের কথা জানালেও প্রভাবশালী একটি অংশ একদিকে নিজের গোপন প্রচারনা ও অন্যদিকে প্রয়াত এমপি’র স্ত্রী ,পুত্র,কন্যা বা ভাইয়ের সাথেও যোগাযোগ অব্যাহত রাখে। আবার প্রয়াত এমপি’র ভাই এড আবদুল মমিন ফেরদৌসকে পরিবারের পক্ষ থেকে নির্বাচন করার সমর্থন দেওয়া ।
ফলে একাধিক প্রার্থীর বাইরে পরিবারের মাঝেও মনোনয়ন নিয়ে বিরোধীতায় দুটি উপজেলার আ’লীগের নেতৃত্বে বিভক্তির আশঙ্কা করছেন অনেকেই। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক মনোনয়ন প্রত্যাশী জানান, স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সাধারন ভোটারসহ নেতা-কর্মীদের নিয়ে সহঅবস্থানে থাকা মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিভিন্নভাবে দলের পদ-পদবী বা দলের ভালোবাসার বা দলের সাথে নিজেদের দীর্ঘদিনের সম্পর্কের দাবী করা অন্য প্রার্থীরা আদৌ মনোনয়ন নিয়ে কোন সমঝোতা বা মনোনয়ন না পেলে মাঠে থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখবে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সর্বশেষ গত কয়েকদিন আগে প্রয়াত এমপি’র স্ত্রী সাংবাদিকদের বলেছেন,তিনি প্রয়াত স্বামীর শুন্য হওয়া আসনটিতে প্রার্থী হতে আগ্রহী। নেত্রীর কাছে তিনি মনোনয়ন চাইবেন। ফলে একদিকে স্ত্রী’র মনোনয়ন অন্যদিকে ছোটভাই নিজে বা প্রয়াত এমপি’র ছেলে,মেয়ের পক্ষে মনোনয়নসহ যে যেভাবে পারছেন নিজেদের প্রার্থীতার কথা জানান দেওয়া দিন দিন বাড়ছে অনৈক্যের সুর।
বর্তমানে মৃত্যু পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাশীরা অনেকেই যাচ্ছেন, প্রয়াত এমপি’র কবরে শ্রদ্ধা জানাতে,কোন এতিম খানায় এতিমদের নিয়ে ইফতারসহ দোয়া ও মিলাদ মাহফিলে। এতিমখানা,ম্দ্রাাসার হুজুরদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল’এ ,তবে মৃত্যু পরবর্তী এই ১৮/২০ দিনে এখন পর্যন্ত দু’উপজেলার নেতৃবৃন্দ একসাথে বসে কোন অলোচনা করতে না পারায় দিন দিন অনৈক্যের সুর প্রকট হয়ে উঠছে। সর্বশেষ গত ৩০ এপ্রিল সাবেক বুড়িচং উপজেলা আ’লীগ চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ যুগ্মসাধারন সম্পাদক ও অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন বুড়িচং ও ব্রাহ্মনপাড়া দু’উপজেলার ৫২ টি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে তার কুমিল্লা শহরের বাসায় ইফতার পূর্ব এক মিলাদ ও প্রয়াত এমপি’র স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করেন। এখানে শুধুমাত্র তার অনুসারীরাই উপস্থিত ছিল। অন্য কেউ কেউ এতিমখানা বা সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সাবেক আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী,কেন্দ্রীয় আ’লীগ প্রেসিডিয়াম সদস্য,সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রয়াত সাংসদ অ্যাড.আব্দুল মতিন খসরু’র স্মরনে এক আলোচনা সভা,মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে এমপি’র স্ত্রী ,ছেলে ও ভাই ছাড়া বুড়িচং উপজেলা আ’লীগ সভাপতি এড. আবুল হাশেম খান, চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আখলাক হায়দার,সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মনপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের, মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আল-আমিন ব্যতিত বাকী মনোনয়ন প্রত্যাশী বা প্রভাবশালীদের কেউ উপস্থিত না থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে শুন্য হওয়া আসনের উপনির্বাচনে মনোনয়ন নিয়ে এই আসনে বিভক্তির সুর অনেকটা পরিস্কার হয়ে উঠছে।

সংবাদ প্রকাশঃ  ০৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email