বুড়িচংয় পূর্ব বিরোধের জের  ধরে  বাড়িতে  হামলা ও ভাংচুর, লুটপাট, প্রায় ২৮ লাখ টাকার ক্ষতি সাধন

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   বুড়িচং প্রতিনিধি জানান =
কুমিল্লাার  বুড়িচং উপজেলার জগতপুর  পূর্ব বিরোধের  জের ধর বাড়ি ঘরে হামলা ও ভাংচুর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।  এতে করে  প্রায় ২৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করছ প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত ৩১ আগস্ট রাত ৮ ঘটিকার সময় বুড়িচং উপজেলার  সদর ইউনিয়নের জগতপুর  হাজী বাড়ির মো. মামিনুল ইসলামের  মাষ্টারের  বাড়ির  দক্ষিণ পাশের বিল্ডিং  ঘরে। এ ব্যাপার মো. মামিনুল ইসলাম মাষ্টার  বাদী হয় ২২ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনেকে অভিযুক্ত করে বুড়িচং থানায় গতকাল বৃহস্পতিবার   একটি লিখিত অভিযােগ দায়ের করেন। দায়ের করা অভিযােগের ভিত্তিতে জানা যায়- জগতপুর গ্রামের মৃত. মো. মফিজুল ইসলামের ছেলে ক্ষতিগ্রস্ত মো. মামিনুল ইসলামের সাথে তারই প্রতিবশী প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় তার ও তার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন অজুহাতে প্রভাব বিস্তার ও অযথা ভয়ভীতি ও হুমকি ধুমকি প্রদর্শন করে আসছে।এদিকে তার স্ত্রী ও শ্বাশুড়ি জানায় মঙ্গলবার সকালে স্থানীয় একটি স্কুলে তার মেয়ে তৃতীয় শ্রেণির পরীক্ষায় ( বিজ্ঞান বিষয়ে) অংশ গ্রহণ করেন এবং পরীক্ষা চলা অবস্থায় মোমিনুল ইসলাম মাষ্টার এর মেয়ের খাতা দেখে অপর একজম শিক্ষক সহযোগিতা করাকে কেন্দ্র করে বিরোধ বাধে । ঘটনার দিন গত ৩১ আগস্ট রাত ৮ ঘটিকার সময় বুড়িচং উপজলার  সদর ইউনিয়ন জগতপুর  হাজী বাড়ির মাে. মামিনুল ইসলামর  দক্ষিণ   পাশর বিল্ডিং   ঘরে  প্রতিপক্ষ মাে. হােসন মিয়া গংদের নেতৃত্বে প্রায় ২০/২২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আবদ্ধ হয়ে   মােমিনুল ইসলামের  ঘরে  প্রবেশ করে। এসময় মােমিন বাসায় ছিল না তদুপরি তার স্ত্রী নিগার সুলতান সেতু (২৫) কে একা পেয়ে পাকা দালান ঘরর কাচের জানাল ভাংচুর পূর্বক ঘরর ভিতরে প্রবেশ করে। মােমিনুল ইসলামের  স্ত্রীকে একা পেয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। ঘরের ওয়াল সুকেস, স্টিলের আলমারি ও অন্যান্য আসবাবপত্র পিটিয়ে কুপিয়ে ভাংচুর করেন  ৫ লক্ষ টাকা, স্টিলের আলমারিতে রক্ষিত ৭ লক্ষ ৬৬ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণ যার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা এবং মােমিনুল ইসলামের  ভাই খােরশেদ আলমের ঘরে রক্ষিত  সিএনজির ব্যাটারী ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রায় ২৮ লক্ষ টাকার ক্ষতিসাধণ করে। এসময় তার স্ত্রী বাধা প্রদান করলে প্রতিপক্ষরা তাকে পিটিয় শরীরর বিভিন্ন স্থান লিলা ফুলা জখম করে। স্থানীয়রা পুলিশ কে ৯৯৯ কল দিলে  পুলিশের খবর পেয়ে প্রতিপক্ষরা চলে যায়।  পরবর্তীতে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। বিষয়টি  মিমাংশের জনঢ় গ্রামের সাহেব সর্দারগণ গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বিকালে গ্রাম ও এলাকাবাসীর সার্বিক শান্তির লক্ষ্যে একটি বৈঠক বসে। এতে উপজলা বিএনপি সাধারণ সাধারণ সম্পাদক মাে. কবির হােসন, সাবেক সাধারণ সম্পাদক  মাে. কামাল হােসন সহ অন্যান্য সাহেব সর্দারগণ উপস্তিত  ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ