বুড়িচংয়ে হাজী মকবুল প্রাথমিক বিদ্যালয়ে ও মহিষমারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন  সংবাদদাতা জানান =====
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর পাল্টিরাজাপুর হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোতালেব এবং পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু মোতালেব, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক প্রকল্প পরিচালক  প্রকৌশলী মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, জনতা ব্যাংকের ফাষ্ট এ্যাসিস্ট্যান্টে জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারি,
জনতা ব্যাংকের ফাষ্ট এ্যাসিস্ট্যান্টে জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার  অগ্রণী ব্যাংক  এ কে এম রফিকুল ইসলাম, এডভোকেট আরিফুর রহমান শ্রাবন।
আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আব্দুল বারি, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন মাসুদ, বিদ্যালয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ দুলাল হোসাইন,  পরিচালনা কমিটির সদস্য মোঃ বাচ্চু মিয়া, সমাজ সেবক মোঃ সেলিম হোসেন ও আবু ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় এমপি এডভোকেট আবুল হাসেম খান ও প্রধান বক্তা জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান অন্যান্য অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অপর দিকে রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মহিষমারা  উচ্চ বিদ্যলয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম ভূইয়া।
সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের আইন জীবি অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক জিয়া উদ্দিন টুটুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল আলিম, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রশিদ আহাম্মদ।
আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য  এনায়েতুর রহমান ভূইয়া, পরিচালনা কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন ভূইয়া, এরশাদ হোসেন ভূইয়া মেম্বার, মোঃ আব্দুস সামাদ মাষ্টার, সাবেক সহকারী শিক্ষক ফাতেমা আক্তার শিখা, সহকারী শিক্ষক খোদেজা আক্তার, মিতালি সুলতানা, টুটুল চন্দ্র দত্ত,হাবিবুর রহমান, আলমগীর হোসেন, মোসৃতাক আহম্মেদ ভূইয়া, মোহছেনা বেগম, সোলায়মান, এম সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সকল অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অপর দিকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সংবাদ প্রকাশঃ ১৯০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email