বুড়িচংয়ে রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর ২৪ তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত

 সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন  সংবাদদাতা জানান ====গত ২৩ ডিসেম্বর শুক্রবার গাজী আকবর আলা রেজভী শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা শেরে ১৫ সুন্নী আল্-ক্বাদেরী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু এর স্মরণে রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর ২ দিন ব্যাপী ২৪ তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। এতে  আগমন করেন রেজভী মাওলার প্রিয় নাতি রেজভীয়া দরবার শরীফ, সতরশীর, নেত্রকোনা হযরত মাওলানা আব্দুল মালেক রেজভী সুন্নী আল-ক্বাদেরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীর সাহেব ক্বিবলা, রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ রেজভী মাওলার অন্তরপ্রিয় খলিফা পীরে কামেল শাহ্ সুফী হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল্ ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)। পরিচালনা করেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের খলিফা মোঃ গাজী ফারুক আহমেদ রেজভী সুন্নী আল কাদরী।

প্রধান অতিথি  বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি এর পক্ষে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড রেজাউল করিম খোকন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন।অপর দিকে  বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার।
উক্ত ওরস মোবারকে বহু ওলামায়ে কেরাম ও বিশেষ অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ওরস মোবারকের ব্যবস্থাপনায় পরিচালনায় ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি বৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মফতি শহীদুল্লাহ রেজভী সুন্নী আল কাদরী,বিশিষ্ট ব্যাবসায়ী আবদুস সালাম রেজভী,শাহজালাল রেজভী,শিল্পপতি জসীম উদ্দিন রেজভী সহ আরও অনেকে।

সংবাদ প্রকাশঃ ২৩১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ