বুড়িচংয়ে ব্জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও  ঋণ বিতরণ

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন    ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার
সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ (আর.এস.এস) বিনিয়োগ  ১৩ লক্ষ ৭৫ হাজার, পুনঃ
বিনিয়োগ ৩ লক্ষ ৫০ হাজার ৫৯ জন ঋণ গ্রহীতার মাঝে, পল্লী মাতৃকেন্দ্র (আর.এম.সি) ১লক্ষ ৬০ হাজার
বিনিয়োগ এবং পুঃ বিনিয়োগ ৮০ হাজার ১০ জন ঋণ গ্রহীতার মাঝে বিতরন,পল্লী মাতৃকেন্দ্রের
সম্মানীভাতা ৮ জন প্রতিজনকে ১২ হাজার টাকা করে এক বছরের সর্বোমোট ৯৬ হাজার টাকা বিতরণ
করা হয়। দিবসটি উদযাপনের শুরুতে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা
পরিষদ মিলনায়তনে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের সৌজন্যে
 বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠুর
 নিকট হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ, মাস্ক, ও সেনিটাইজার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
  আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা
নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন  অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী  সমাজসেবা কর্মকর্তা আহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা   মোঃ আব্দুল আউয়াল।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
 আরও বক্তব্য রাখেন আনন্দ পুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আশীষ সাহা চৌধুরী, মাওলানা মোঃ ইউসুফ আলী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ০৩-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ