বুড়িচংয়ে বাজে বাহেরচর  গ্রামের মামলা বাজ খগেন্দ্র এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার  প্রতিবাদে সভা  অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।   বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বাজে বাহের চর এলাকার খগেন্দ্র চন্দ্র দেবনাথ নামের এক জন মামলা বাজ তিনি এলাকার নিরীহ মানুষ কে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার  প্রতিবাদে রোববার বাজে বাহের চর গ্রামে প্রতিবাদ সভা করা হয়েছে। অপর দিকে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রৃপসী বাংলা প্রত্রিকার প্রথম পৃষ্ঠায় ” বুড়িচংয়ে শ্মশানের জায়গা ভেকু দিয়ে গুড়ি দেয়ার অভিযোগ ” শিরোনামে প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাবেক ইউপি মেম্বার মোঃ হারুন অর রশিদ “। প্রতিবাদ সভায় হারুন অর রশিদ মেম্বার জানান যে খগেন্দ্র চন্দ্র দেবনাথ যে সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে তার কোন সত্যতা নেই। আমি তার ভাই মনোরঞ্জন দেবনাথ থেকে বিগত এক বছর পূর্বে ৬৪ শতক জমি ক্রয়  করি। এসময় স্বাক্ষী গন ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য হাজী মোঃ তারিক হায়দার, ডা. স্বপন কুমার দেবনাথ,খিতিশ চন্দ্র দেবনাথ, হরি ভোষন দেবনাথ, পারভীন আক্তার সহ এলাকার ১৫-২০ জন নর নারী। তিনি আরও উল্লেখ করেন যে এলাকার অর্ধশত নারী পুরুষ কে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন । এতে নিরীহ মানুষ মারাত্মক ভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রকাশিত সংবাদ প্রসংগে তিনি বলেন ৬৪ শতক জমি ক্রয় করেছেন তাহল ভিটি ও পুকুর, এখানে শ্মশানের কোন চিহ্ন নাই। এলাকার একটি কুচক্রী সুবিধা ভোগী প্রতারক মহলের ইন্ধনে সামাজিক ভাবে আমার  মান সম্মান হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে এধরণের একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছে।  এদিকে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জমি বিক্রেতা খগেন্দ্র চন্দ্র দেবনাথ এর ভাই মনোরঞ্জন চন্দ্র দেবনাথ। মনোরঞ্জন চন্দ্র দেবনাথ সাংবাদিকদের জানান আমি এক বছর পূর্বে ভারত বেড়াতে যাওয়ার সময় হারুন অর রশিদ মেম্বারের নিকট আমার ৬৪ শত জমি ভিটি ও পুকুর বিক্রি করি। যা উপরে উল্লেখিত স্বাক্ষীদের সামনে বিক্রি এবং লেনদেন হয়েছে।আমার বিক্রি করা জমিতে কখনো শ্মশান ছিল না এবং  আমি কোন দিন লাশ দাহ করতে দেখিনি। আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে জমি বিক্রি করেছি।  মিথ্যা বানোয়াট মামলার শিকার খোরশেদা বেগম (৪৮)  বলেন তাকে ৪-৫ মামলা দিয়েছে, এনামুল হক (৩০) বলেন  তার নামে ৩ টি মামলা। এভাবে এলাকার ১৫-২০ জনের বিরুদ্ধে এধরণের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানির করছে বলে অভিযোগ করছেন। তার৷ এধরণের  মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা থেকে পরিত্রাণ পেতে  চায়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সামিউল হাসান শিপন, মনোরঞ্জন চন্দ্র দেবনাথ, খিতিশ চন্দ্র দেবনাথ, হরিপদ ভোষণ দেবনাথ,  দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, এম জাকির হোসেন মেম্বার, মনির হোসেন, আব্বাস আলী, মফিজুল ইসলাম, কালা মিয়া প্রমুখ।

সংবাদ প্রকাশঃ ০১০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ