বুড়িচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধসহ ১০/১২ জন আহত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন   নিজস্ব প্রতিবেদক  জানান ===  কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর লুটপাট এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে বৃদ্ধ-শিশুসহ ১০/১২ জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনায় শুক্রবার ২১ শে মে বুড়িচং থানায় ১৭ জনকে নামিয় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। আহতদেরকে ঘটনার দিন রাতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মারাত্মক চোখে জখুমি বৃদ্ধ মো: আব্দুল মজিদ (৮০) কে ঢাকা চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
মামলার বিবরনে ও মো: জামসেদুল হক জানান জেলার বুড়িচং উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের জগৎপুর গ্রামে গত ১৫ মে শনিবার বিকেলে গ্রামের দু’পক্ষের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মনমালিণ্যের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় একই গ্রামের মো: নুরু মিয়ার ছেলে মো: জয়নাল আবেদিন (২২) , মো: আবু জাহেরের ছেলে মো: খোকন মিয়া (৩৮) সহ আরো অনেকে মিলে পূর্ব পরিকল্পিতভাবে মৃত আব্দুল হাফিজ উদ্দিনের ছেলে বয়ব্দ্ধৃ মো: আব্দুল মজিদ (৮০) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি ধুমকি দেয়। এই ঘটনায় গ্রাম বাসি ও সাহেব সর্দারকে মিমাংসার জন্য জানায়। এই বিষয় নিয়ে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং জয়নাল আবদিন সহ ২০/২৫ জন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ৬/৭ টি বসতঘর কুপিয়ে ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। সন্ত্রাসিদের দায়ের কুপে বয়বৃদ্ধ মো: আব্দুল মজিদ (৮০) একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং শিশু সহ ৬/৭ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ চিকিৎসার জন্য প্রেরন করে। অপরদিকে বয়বৃদ্ধ আব্দুল মজিদকে ঢাকা চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করে। আব্দুল মজিদের ছেলে জামশেদুল হক ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছেন তার পিতার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই ঘটনায় জামসেদুল হক বাদী হয়ে ১৭ জনকে নামিয় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার ২১ মে রাতে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে। মামলার আসামিরা হলো জগতপুর গ্রামের মো: নুরু মিয়ার ছেলে মো: জয়নাল আবদিন, আবু জাহেরের ছেলে রোকন মিয়া, মো: জামাল হোসেন, মো: নুরুল ইসলাম, মো: কামরুল হাসান, মো: সমীর, মো: আরিফ, মো: সজিব, মো: ইসমাইল উদ্দিন, মো: বাবুল, মো: সিয়াম, মো: ইমন, মো: জাহিদুল ইসলাম, মো: আসিফ, আব্দুল কুদ্দুস, সফিক মিয়া, এরশাদ মিয়া।   সংবাদ প্রকাশঃ  ২৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email