বুড়িচংয়ে পূর্ব বিরোধের জের  ও গাছের পাতা  কুড়ানোর  কেন্দ্র করে  হামলায় অন্তঃসত্ত্বা  মহিলাসহ আহত তিন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    বুড়িচং প্রতিনিধি=====কুমিল্লাার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে  পূর্ব বিরোধের  জের ধরে ও গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় এক অন্তঃসত্ত্বা  মহিলাসহ তিন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর  রোববার  সকাল  সাড়ে ১০ টার  সময় বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের আজ্ঞাপুর পশ্চিম পাড়ায়।  ঘটনায় আহত ভিকটিম মো. সবুজ মিয়ার বসত বাড়ী সংলগ্ন পশ্চিম উত্তর কোণে  বাগানে। এ ব্যাপারে আজ্ঞাপুর গ্রামের ভিকটিম মো. সবুজ মিয়ার অন্তঃসত্ত্বা আহত  স্ত্রী লাকী আক্তার  (২৩) বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ স্বপন মিয়াগং এজাহার নামীয় ৬ জন ও অজ্ঞাতনামা  ২/৩ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায়  ২৩ অক্টোবর রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়- প্রতিবেশী প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় তার ও তার শশুরের মালিকীয় সহায় সম্পত্তির উপর অত্যাচার এবং পরিবারের সদস্যদের উপর বিভিন্ন অজুহাতকে কেন্দ্র করে প্রভাব বিস্তারসহ অযথা ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে আসছে।
ঘটনার দিন গতকাল ২৩ অক্টোবর বেলা সাড়ে ১০ লাকী আক্তারের চাচা শশুর মো. মুমিন মিয়া তার মালিকীয় বাগানে পাতা কুড়াতে গেলে লাকী আক্তারের স্বামী মো. সবুজ মিয়া তার ভাই মাইন
উদ্দীনের কথা কাটি হয়। কথা কাটাকাটির এ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষনিক সকল প্রতিপক্ষরা
হিংস্র মনোভাবে জড়ো হয়ে বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হয়ে আক্রোশের জের ধরিয়া
পরিকল্পিতভাবে বেআইনী দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় অভিযুক্ত রবিউল
আলম গংরা সবুজ মিয়া, আ: মান্নান ও গর্ভবতী লাকী আক্তারের তলপেটে লাথি মারিয়া
বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। এসময় তাদের আত্মচিৎকারে তাদের প্রতিবেশীগন ছুটে এলে
প্রতিপক্ষরা তাদেরকে প্রণে মেওে ফেলার হুমকি ধমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীদের সহায়তায়
তাৎক্ষনিক লাকি আক্তার (ভিকটিম), সবুজ মিয়া (ভিকটিম) ও আ: মান্নানবুড়িচং উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ক্যাপশন;বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে  পূর্ব বিরোধের  জের ধরে ও গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ তিন জন গুরুতর  আহত।সংবাদ প্রকাশঃ  ২৪-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ