বুড়িচংয়ে  জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ৫ হাজার লোকের মেজবানি ও গণ ভোজের আয়োজন

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====    আজ সোমবার  বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে কুমিল্লা – ৫ এর সংসদ সদস্য,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এডভোকেট আবুল হাসেম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার জাতীয় শোক দিবসে দলীয় ভাবে ব্যপক কর্মসূচি নিয়েছেন। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।  উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার জানান যে দুইটি বড় গরু যার ওজন হবে প্রায় ১৬ মন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এবার  ৫ হাজারের অধিক লোকজনের অধিক মেজবানি এবং গণ ভোজ অনুষ্ঠিত হবে। সুশৃঙ্খল ভাবে এ অনুষ্ঠান পরিচালনার জন্য দলীয়  স্বেচ্ছাসেবক লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান ও বিশেষ অতিথি   উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার এর নেতৃত্বে। অপর দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন স্বপনের আয়োজন সদর ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ মন ওজনের একটি গরু জবাই করা হবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে ( জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে)।এতে প্রায় দুই হাজার লোকের দাওয়াত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানান।  অপর দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা সহ সকল কর্মসূচি পালন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় নেতা কর্মী জানান একদিকে এমপি আবুল হাসেম খান ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার বিগত সময়ের চেয়ে এবার ঝাঁক ঝমক ও আকর্ষণীয় ভাবে জাতীয় শোক দিবস উদযাপন করা হচ্ছে। অপর দিকে সাজ্জাদ হোসেন চেয়ারম্যান ও দলীয় নেতা কর্মীদের সেভাবে নিয়ে পৃথক পৃথক ভাবে শোক দিবস উদযাপন করা হচ্ছে। উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে একধরনের আনন্দ দেখা যাচ্ছে। রোববার দুপুর থেকে উভয় পক্ষের গরুর গুলো দেখতে  দলীয় লোকজন সহ বিভিন্ন উৎসকের লেগেছিল। অপর দিকে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সংবাদ প্রকাশঃ  ১৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ