বুড়িচংয়ে অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধান ক্ষেতে প্লাবন ভূমিতে পােনা মাছ অবমুক্ত করণ

সিটিভি নিউজ।।     সৌরভ মাহমুদ হারুন  সংবাদদাতা জানান ===
কুমিল্লার বুড়িচং উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে রাজস্ব খাতের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে বুড়িচং উপজেলার  অভ্যÍন্তরীন জলাভূমি প্লাবিত ধানক্ষেতে প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়  সহ ৮ টি জলাশয়ে গতকাল ৭ সেপ্টেম্বর    পােনা মাছ অবমুক্তকরণ  করা হয়েছে। উল্লখযােগ্য জলাশয়গুলা হলা- বুড়িচং উপজলা কমপ্লক্স পুকুর, বুড়িচং থানার পুকুর ও কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের পুকুর। উক্ত পুকুরসহ অন্যান্যগুলােত মােট ৩৩৪ কেজি রুই জাতীয় পােনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। প্রধান আলােচক হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাে. শরীফ উদ্দীন।  সভাপতি হিসেবে ছিলেনে  উপেজলা নির্বাহী অফিসার হালিমা খাতুন। সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা মাে. রবিউল আলম পারভেজ। এসময় সহকারি মৎস্য কর্মকর্তা  দেওয়ান নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগ নেতা মাে. আবদুল কুদ্দুছ, মাে. হানানসহ মৎস্য অন্যান্য মৎস্য জীবিরা  উপস্থি ছিলেন।    ক্যাপশন:বুড়িচং উপজেলার  অভ্যÍন্তরীণ জলাভূমি প্লাবিত ধান ক্ষেতে প্লাবন ভূমিতে পােনা মাছ অবমুক্তকরণ  উপলক্ষে অবমুক্ত করেন  উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দীন ও ইউএনও হালিমা খাতুন।

সংবাদ প্রকাশঃ  ০৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ