বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ জলিলের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ জলিলের ৮ম মৃত্যুবার্ষিকী  গতকাল ৮ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে পালিত হয়েছে।     আজ ৮ অক্টোবর বাদ জুমা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা এম,এ জলিলের নিজ গ্রাম কর্তাম জামে মসজিদে গুনবতী ইউনিয়নের সর্বস্তরের মানুষ উনার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক ও শ্রদ্ধায় দোয়া ও মিলাদ মাহফিলে সমবেত হন। মরহুম জলিলের  কবর যেয়ারত ও তবারুক  করা হয়।    মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন গুনবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি  আনোয়ার হোসেন ও গুনবতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক  সাইফুল ইসলাম। এই বীরমুক্তিযোদ্ধা’র প্রিয় স্থান গুনবতী হাইস্কুল ও গুনবতী ডিগ্রী কলেজের সামনে শোক ব্যানার স্থাপন করেন তরুন যুবলীগ নেতা  এ,এইচ এম নূরুন্নবী। মিলাদে এই বীরমুক্তিযোদ্ধা’র সহপাঠি,সহযোদ্ধা ও কর্তাম-চাপাচৌ গ্রামের সকল বয়সের মানুষরা অংশ নেন।    পরিবারের সকল সদস্য লন্ডনে অবস্থান করেন,সন্তানদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশরাফুল হাসান।   সরেজমিনে গিয়ে দেখা গেল এই বীরমুক্তিযোদ্ধা’র নামে যে রাস্তাটির নাম করণ করা হয়েছিল,তাঁর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি,এই নিয়ে গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,পরিবারের পক্ষ থেকে যা করা হয় তাই আমরা দেখি,এই বীরমুক্তিযোদ্ধার সন্তানরা আমাদের খোঁজ খবর রাখেন, পাশে থাকেন,এর বাইরে আর কেউ খোঁজ রাখেনা।গ্রামবাসী বীরমুক্তিযোদ্ধা এম,এ জলিলের নামে করা রাস্তাটি সংস্কার ও নামফলক স্থাপনের পাশাপাশি কবর টি কে ও রাস্ট্রীয় ভাবে সংরক্ষণের দাবী জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।  =প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদ প্রকাশঃ  ৮-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email