বিবার্তা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কেডিজেএফ’র নিন্দা ও প্রতিবাদ

সিটিভি নিউজ।।    সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকা (কেডিজেএফ)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কেডিজেএফ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয়, বিবার্তার অফিস ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। কেডিজেএফ’র একাধিক সদস্য প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে বিবার্তা ও জাগরণ টিভির অফিস ভাঙ্গুর ও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিবার্তা কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশঃ ১১০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ