বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিদ্যুৎ এর জন্য মানুষ প্রাণ দিতে হয়েছিল- বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে- এমপি বাহার

সিটিভি নিউজ।।     গতকাল কুমিল্লা জিলা স্কুলে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিদ্যুৎ এর জন্য মানুষ প্রাণ দিতে হয়েছিল তারা বিদ্যুৎ এর পরিবর্তে জনগনকে খাম্বা দিয়ে গেছেন। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ এর অনেক উন্নয়ন হয়েছে যার ফসল মানুষ এখন ভোগ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই মানুষের কল্যানে কাজ করে বিশ^জুড়ে তাক লাগিয়ে দিয়েছেন। দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তজার্তিক স্বীকৃতি দিয়েছে। এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এখন যদি জাতিয়সংঘ থেকে কিংবা ইউনেস্কো থেকে অথবা ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিশে^র কোথাও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে সাহায্য করে তাতে নাম লিখা থাকবে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, মুখ্য আলোচক বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত সহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাফিজ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অতিথিগণ স্টল পরিদর্শন করেন।

সংবাদ প্রকাশঃ ৩১০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ