বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউপি সদস্য ও চন্দনাইল গ্রামের সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে চন্দনাইল বাজারে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ।

সিটিভি নিউজ।।     বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ===
কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউপি সদস্য ও চন্দনাইল গ্রামের সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে চন্দনাইল বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সজীবের নেতৃত্বে গত সোমবার বাদ মাগরিব চন্দনাইল বাজারে সবুজ মেম্বারের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরতর হয়। এ বিষয়ে ১৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে পরদিন মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা চন্দনাইল বাজার জামে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর পুনরায় হামলা চালায়। এ সময়ে সন্ত্রাসীরা ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য মসজিদের বাইরে ককটেল ফাটালে ভয়ে মসজিদের গেট তালা দিয়ে নামাজ আদায় করেন। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেনি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে।
বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রকাশঃ ১৩০৩২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ