বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষা প্রতিষ্ঠান- অর্থমন্ত্রী

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

 সিটিভি নিউজ।।    কুমিল্লা প্রতিনিধি  জানান ====বাঙালি জাতির স্বপ্নসাধ পূরণের মাস, অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালের বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্ন পূরণ হয় এ মাসে। ১৯৭১ সালের মার্চের ইতিহাস বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আমাদের অস্তিত্বের অনন্য নজির। এবারের মার্চ এক আলাদা তাৎপর্যে অভিষিক্ত। কেননা ‘মুজিববর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই মার্চ সারা বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উন্নীত করেছে এক আলোকিত সাম্রাজ্যে। এমনি সময়ে আমাদের কুমিল্লার লালমাই উপজেলায় অবস্থিত বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন, সত্যিই অত্যন্ত আনন্দের| ঐতিহ্যবাহী প্রাচীন এক আলোকিত জনপদ আমাদের কুমিল্লা। আর এ আলোকদীপ্তির অন্তরালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনন্য অবদান রেখে চলছে সেটি হলো আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়।

গতকাল শনিবার বিকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির ভার্চয়াল বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষা প্রতিষ্ঠান।  ২০২১ সালে শত বৎসর পুর্ণ করেছে এ প্রতিষ্ঠানটি। এ জনপদকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুটা ছিল বন্ধুর ও ও কন্টকাকীর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়ে শিক্ষার আলো বিতরণ শুরু করে। তার মধ্যে অন্যতম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯২১ সালে। ঐতিহ্যবাহী বাগমারা বাজারের সন্নিকটে ফাকাতিয়া এবং গুইঙ্গাজুরির তীরবতী স্থানে কতিপয় শিক্ষানুরাগী মহৎপ্রাণ, তাদের মেধা, শ্রম ও অর্থ ব্যয় করে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১ জানুয়ারি ১৯২১ খ্রি. তারিখে প্রতিষ্ঠিত করেন আমাদের কৈশোরের স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার।

 এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ।

স্মতিচারন মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, শামছুল হক, একেএম আমিনুল ইসলাম, এটিএম শামছুদ্দিন, আব্দুল বারী, মোঃ শামছুল হক, অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, এস এ কাশেম, অধ্যক্ষ জামাল নাসের, অধ্যাপক ফরহাদুল ইসলাম ভূইয়া, বেলায়েত হোসেন ভূইয়াসহ অনেকে।

সংবাদ প্রকাশঃ  ১৯-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email