বাইসাইকেল বিক্রির হিড়িক

সিটিভি নিউজ।।        হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে বাইসাইকেল বিক্রি বেড়ে গেছে। শনিবার (০৬ আগস্ট) নগরীর প্রেসক্লাব এলাকায় বাইসাইকেলের দোকানগুলোতে অন্যদিনের তুলনায় ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে। দেখেশুনে পছন্দের সাইকেলটি কিনছেন ক্রেতারা।

ক্রেতারা জানান, মোটরসাইকেলের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য বাইসাইকেল কিনতে এসেছেন তারা। বলেছেন, মোটরসাইকেল থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ায় এখন থেকে বাইসাইকেলই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

কেউ আবার বলেছেন, মোটরসাইকেল কেনার প্রস্তুতি থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ায় এখন সিদ্ধান্ত বদলে বাইসাইকেল কিনতে এসেছেন। তবে বাইসাইকেল ব্যবসায়ীরা বলছেন, অন্য সময়ের তুলনায় বেড়েছে বাইসাইকেল বিক্রি।

রংপুরে বাইসাইকেল ব্যবসায়ী আবদুল কাইউম বলেন, বর্তমানে সবাই বাইক কেনার পরিবর্তে বাইসাইকেল কিনছেন। দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড় রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় অনেকে বাইক কেনার পরিবর্তে সাইকেল কিনছেন। এখন যেভাবে সাইকেল বিক্রি হচ্ছে বিগত দিনে এমনটা দেখা যায়নি।

চাহিদা বাড়ার সুযোগে বাইসাইকেলের দাম কিছুটা বাড়ার অভিযোগ উঠলেও বিক্রেতারা বলছেন, দাম দুমাস আগেই বেড়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ