বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কারাতে প্রতিযোগিতায় কুমিল্লার তিনটি পদক লাভ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রূপায়ন সিটি  শেখ রাসেল অনুর্ধ ১৫ আন্ত জেলা নারী কারাতে প্রতিযোগিতায় কুমিল্লার খেলোয়াররা তিনটি পদক অর্জন করেছে। দুটি তাম্র,একটি রৌপ্য পদক অর্জন করেছে লামিসা তাবাসুম হাফসা, -৪৭ কেজি ওজন শ্রেনীতে দ্বিতীয়,- ৫৪ কেজীতে নাহিদা আক্তার তৃতীয় ও একক কাতা প্রতিযোগিতায় বৈশাখী ইউসুফ ইয়ারা তৃতীয় স্থান অর্জন করে। গত ২১ ও ২২ অক্টোবর ধানমন্ডীস্থ সুলতানা কামাল মহিলা ষ্টেডিয়ামে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়  বাংলাদেগশ কারাতে ফেডারেশন এর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  রূপায়ন গ্রুপের কো চেয়ারম্যান  মাহির আলী খান রাতুল, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের  সাধারণ সম্পাদক  আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী,মাহাবুব আরা বেগম গিনি এমপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী।  কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাশেদা রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এর নেতৃত্বে  কুমিল্লা থেকে যারা প্রতিযোগিতায় অংশ নেন মাহা ইশতিয়াক, সানজিদা তানাস,নাবিলা, লামিসা তাবাসুম হাফসা,নাহিদা আক্তার , ও বৈশাখী ইউসুফ ইয়ারা। জেলা কারাতে প্রশিক্ষক এস ইসলাম শুভ ও মহিলা কারাতে টিম কোচ সোহাগী আক্তার টিমের সাথে ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ২৩-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email