বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লার বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে জশনে জুলুস ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মুফতী আলী আকবর ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন অলীতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মহি উদ্দিন খান লতিফী, আল আরাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ জোবায়ের হোসেন জুয়েল, কুমিল্লা জেলা তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুহতাসিম বিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক  মুহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা সচিব মুহাম্মদ মাসুদ হোসেন আল কাদরী, সাংগঠনিক সচিব মাওলানা মোঃ আবদুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খোরশেদ আলম (এম এ) প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার সম্পাদক জাকির হোসাইন, শশাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, পৌর কাউন্সিলর রোটাঃ শাহিনুর হোসেন, সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন মাদ্রাসার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন সকাল ১০টার পুর্বেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুলুস সহকারে ফিকআপ, সিএনজি, অটোরিকশা, ও মটর সাইকেল নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয় মহানবী (সঃ) এর ভক্তবৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ প্রকাশঃ  ২৬-১০-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে= লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ