৮৮ বছরের বিরোধ নিষ্পত্তির লক্ষে” “ব্রাহ্মনপাড়ার সিদলাইয়ে শান্তিচুক্তিনামা বাস্তবায়নে সম্প্রীতি সভা”

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন      ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ের ৮ ও ৯ নং ওয়ার্ডের ছোট দল এবং বড় দলের মাঝে দীর্ঘ
৮৮ বছে রর বি ে রাধ মিমাংসার ল ে ক্ষ শান্তিচুক্তিনামা বাস্তবায় ে ন সম্প্রীতি সভা অনুষ্ঠিত হ ে য় ছে।
শনিবার সকালে সিদলাই শান্তি পরিষদের আয়োজনে সিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজ
মাঠে এই শান্তিচুক্তিনামা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আব্দুর
রাজ্জাক। ে মাস্তাক আহাম্ম ে দর পরিচালনায় ও উপ ে জলা নির্বাহী অফিসার (ইউএনও) ে সা ে হল রানা’র
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
আস ে নর সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনাল ে য়র সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তি ে যাদ্ধা
এডভোকেট আবুল হাসেম খান এমপি। তিনি বলেন, সিদলাই উপজেলার একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম।
সিদলাই গ্রামে সম্ভাবনাময় অনেক কিছুই আছে। আছে কলেজ, মাদ্রাসা, স্কুল, ডিগ্রী কলেজসহ
অসংখ্যা শিক্ষাপ্রতিষ্ঠান। আছে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ মেধাবী
ছাত্র। তারাই ভবিষ্যতে এদেশে নের্তৃত্ব দিবে। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহলের জন্য এই গ্রামে দীর্ঘ
৮৮ বছর বিরোধ লেগে ছিল। সেই বিরোধ মিমাংসার লক্ষে উপজেলা নির্বাহি অফিসার সোহেল রানা’র
বিশেষ উদ্যোগে আজ চুড়ান্তভাবে বিরুধ নিষ্পত্তি হল। আমি আশা করব উভয় দল আর কখনো কোন
বি ে রা ে ধ জড়ি ে য় যা ে ব না। বি ে রাধ নিষ্পত্তির ল ে ক্ষ্য উপ ে জলা নির্বাহি অফিসার কে সার্বিক
সহ ে যাগিতা ক ে রন উপ ে জলা পরিষদ ে চয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জা ে হর, সা ে বক উপ ে জলা
চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ অপ্পেলা
রাজু নাহা, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান।এরই লক্ষ্যে একটি শান্তিচুক্তিনামা পরিষদ
গঠন করা হয়েছে এবং সিদলাই ৮ ও ৯ নং ওয়ার্ডের ছোট দল এবং বড় দলের মাঝে দীর্ঘদিনের বিরোধ
মিমাংসা করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার বলেন, এখন গ্রামবাসী সবাই একটি পরিবার। এই
পরিবারের মাঝে আর বিশৃঙ্খলা দেখতে চাই না। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, যেসব লোক ভবিষ্যতে
দল গড়ার চেষ্টা করবে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে। তাদেরকে
সামাজিকভাবে বয়কট করা হবে। তাদেরকে আইনের হাতে তুলে দেবার জন্য তিনি এলাকাবাসীর প্রতি
আহ্বান জানান। বি ে শষ অতিথি হিসা ে ব উপস্থিত ছি ে লন উপ ে জলা পরিষদ ে চয়ারম্যান আলহাজ্ব
মুহাম্মদ আবু জাহের, আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ইউপি
চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন
প্রভাসক রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারন
সম্পাদক ইসমাইল নয়ন, নওয়াব আলী সর্দার, বুড়িচং উপজেলা যুবলীগ নেতা বিল্লাল হোসেন এবং মনির
হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সিদলাই ইউনিয়নের
নৌকা প্রতীকের পদপ্রার্থী মোস্তফা কামাল সরকার, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন
মাসুম, নাজিম উদ্দিন চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ভবিষ্যতে শান্তিচুক্তিনামা
বজায় রাখার জন্য শপথ পাঠ করান প্রধান অতিথি বীর মুুক্তি ে যাদ্ধা এডে ভা কেট আবুল হা ে সম খান
এমপি। অনুষ্ঠান শেষে শান্তি বজায় রাখার জন্য বিশেষ দোয়া করেন মাওলানা আব্দুর রাজ্জাক।

সংবাদ প্রকাশঃ  ১২-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ