বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা কুমিল্লা জেলা প্রশাসনের

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ======
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কুমিল্লা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বুধবার সকালে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ কুমিল্লা জেলা প্রশাসনে কর্মকর্তা বৃন্দ।

প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। ১৪ ডিসেম্বর রাতে সারাদেশে প্রায় ৯৮৯ জন বুদ্ধিজীবী হত্যা করা হয়। তবে আরেক সূত্রমতে বুদ্ধিজীবীর সংখ্যা ছিল ১ হাজার ৭০ জন। এর মধ্যে কুমিল্লায় ৮৬ জন হত্যা করা হয়( বাংলা পিডিয়ার তথ্য অনুসারে)।সংবাদ প্রকাশঃ  ১৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ