ফৌজদারি ১৪৫ দ্বারা ভঙ্গ করে জোর পূর্বক জমি দখল

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের বাকশীমুল উত্তর পূর্ব পাড়ার হাজী মীর মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে মীর মোঃ বিল্লাল হোসেন এর ক্রয়কৃত জমি জোর পূর্বক দখল করার জন্য হামলা সহ ভয়ভীতি দেখিয়ে আসছে একটি কুচক্রী মহলের কয়েক জন। তা নিয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন মোঃ বিল্লাল হোসেন।অভিযোগে  বিবাদী  ব্যক্তিবর্গ হলেন ১। মোঃ তাজুল ইসলাম(৪৫) ২।মোঃ নজু মিয়া(৫২), ৩। মোঃ মনু মিয়া(৫৫),৪। মোঃ সফিক মিয়া(৫৪)।
অভিযোগ সূত্রে জানা যায় যে,বিল্লালের ক্রয়কৃত জমিতে বিবাদীগন জোর পূর্বক নিজের জায়গায় জমি বলে ঘর করতে একদল দূর্বৃত্ত নিয়ে আসে। বিবাদী গন কোনো দলিল খতিয়ান বা অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলেও জোর পূর্বক ঘর তুলতে আসে। নানা হুমকি ধামকি দিলে মোঃ বিল্লাল প্রথমে থানায় অভিযোগ দায়ের করেন। আইন অমান্য করেও কাজ করাতে মোঃ বিল্লাল কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে কাঃ বিঃ আইনের ১৪৫ ধারামতে মামলা দায়ের করে। যাহার পি.আর নং ১২৫৭/১৯, বর্তমানে উক্ত মামলাটি বুড়িচং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে তদন্তাধীন আছ।
তবে এমতাবস্থায় বিবাদীগন ১১/০৮/২০২০ইং তারিখে সকাল আনুমানিক সময় ১১.০০ ঘটিকার সময় সকল প্রকার বাঁধা- এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৫ ধারা করা মামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর পূর্বক একটি ঘর তুলে ফেলে। মোঃ বিল্লাল বাঁধা দিলে বিবাদীগন মারাত্মক ভাবে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এর পরিপ্রেক্ষিতে মোঃ বিল্লাল বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য যে, মীর মোঃ বিল্লাল জানান- উক্ত সম্পত্তি মৃত আবদুল মজিদের ছেলেদের কাছ থেকে ক্রয় করেন। এ সম্পত্তি রেজিষ্ট্রিকৃত পাওয়ারের সম্পদ। ঐ সম্পদের পাওয়ার মূলে মূল মালিক আঃ মজিদ। ১২৭৩/২ এ দাগে মোঃ বিল্লাল- আবদুল মজিদের ছেলেদের কাছ থেকে জমি ক্রয় করে    কিন্তু ১২৭৩/২ দাগ পাওয়ারের সম্পদ তবে এ পাওয়ার সম্পদের মালিক আঃ মজিদ   ।এবং ঐ পাওয়ারের সম্পদে সুরুজ মিয়ার নাম নাই। কিন্তু  সুরুজ মিয়ার ছেলেরা জোর পূর্বক জায়গায় দখল করার জন্য তৎপর হয়ে আছে।সংবাদ প্রকাশঃ  ১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ