প্রধানমন্ত্রীর জন্মদিনে পাঁচথুবীতে বর্ণিল আয়োজন

ক্যাপশন : আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের আয়োজনে কেককাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুলসহ অনান্যরা অংশ নেন।
সিটিভি নিউজ।।  এম.এইচ মনির    নিজস্ব প্রতিবেদক  জানান =====
কুমিল্লায় বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন পরিষদের উদ্যেগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন বাহালুল। কর্মসূচির মধ্যে আরও ছিল বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও মাস্ক বিতরণ। এছাড়া পথশিশু, দুস্থ-অসহায়, দলীয় নেতা-কর্মীসহ বিশিষ্ট নাগরিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়নের বিভিন্নস্থানে ফলজ, ঔষুধিসহ বিভিন্ন জাতের ৭৫টি গাছ লাগানো হয়। গণটিকা কর্মসূচিতে ইউনিয়নের নারী-পুরুষ মিলিয়ে ১৮ শত নাগরিককে টিকা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, অজিত গুহ কলেজের ভাইস প্রিন্সিপাল মোশতাক আহমেদ, জেলা কৃষকলীগ নেতা হাজী মো. ইসমাঈল, বাখরাবাদ সিবিএ নেতা মো.শাহাজাহান,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ২৮-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ