“প্রতিবন্ধী ও পিতৃহীন কলেজ পড়–য়া প্রীতিলতার পাশে সনাতন সেবক সংসদ গ্রুপ, কালীগঞ্জ”

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি  জানান ====
দুইপায়ে শক্তি না থাকা কলেজ পড়–য়া মেয়ে প্রতিবন্ধী প্রীতি লতা সাহা অনেক স্বপ্ন নিয়ে দিন কাটাচ্ছেন । তার এই স্বপ্নের পথের সরতি হিসেবে পাশে দাড়ালেন সনাতন সেবক সংসদ গ্রুপ কালিগঞ্জ ।বৃহস্পতিবার কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আরিফ মোল্লা ও ডিটু হাসান সনাতন সেবক সংসদ কালীগঞ্জ গ্রুপকে জানালে সন্ধ্যায় প্রীতি লতার দেখতে যায় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মানিক কুমার ঘোষ সহ সনাতন সেবক সংসদ কালিগঞ্জ গ্রুপের উপদেষ্টামন্ডলি অধ্যাপক বিকাশ চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী নিশিত বরণ সাহা বাবলু, পৌর সভাপতি পূজা উদযাপন পরিষদ মহেন্দ্রনাথ রায়, সহকারী অধ্যাপক বিপ্লব বিষ্ণু, আমরা সকলে তার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে তাকে আশ্বস্থ্য করেছি, তার লেখাপড়া, উপবৃত্তি ও উপযুক্ত পরিবেশে বসবাস করার ব্যবস্থা আমরা করতে চাই। আমাদের সকলের বিশ্বাস এই মেধাবী মেয়ের পাশে একটু অর্থের সাপোর্ট দিলেই, মেয়েটি অত্যন্ত উচ্চমানের অধিকারী এবং সে নিজের পায়ে দাড়াতে পারবে। এই প্রীতিলতার পাশে আমরা একটু দাঁড়ালেই সে জীবনের পূর্ণাঙ্গতা ফিরে পাবে। আমরা সকলে মিলে তার পাশে থাকবো। ও তার স্বপ্নকে পূরণ করাতে পাশে থাকবেন বলে জানিয়েছেন। প্রীতি লতা জানায় আপনারা আমাকে সহয়োগিতা করলে আমি পড়া লেখা করে অনেক বড় হব। আমার বাবা প্রশান্ত সাহা ১২ বছর আগে মারা গেছেন ,আমাদের কোন জায়গা জমি বাড়ি নাই। পরের জায়গায় ছাবড়া দিয়ে থাকি,মা কাজ করে যে টাকা পাই সে টাকা দিয়ে সংসার চলে কোন রকম।প্রীতি লতার মা সুজাতা সাহা জানায় স্বামী নাই বাবার বাড়িতে কোন জায়গা না থাকায় অন্যর জমিতে ছাবড়া দিয়ে থাকা হয়।আমার দুই মেয়ে ছোট মেয়ে প্রীতি লতা এখন উচ্চ মাধ্যমিকে ২য় বর্ষের ছাত্রী। আয়ের কোন উৎস না থাকায় ছোট মেয়ে প্রীতিলতা ও সংসার চালানো নিয়ে পড়েছি অনেক বিপদে। সনাতন সেবক সংসদ গ্রুপ কালিগঞ্জ গ্রুপ আমার মেয়ের পাশে থাকবে জানালে আমি অনেকটা চিন্তা মুক্ত হলাম।আমার মেয়ের একটা বই খুব প্রয়োজন ছিল সনাতন সেবক সংসদ গ্রুপ বইটা দিয়ে গেছেন।

সংবাদ প্রকাশঃ ০৬০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email