প্রতিটি ভোট কেন্দ্র ও কেন্দ্রে আসার রাস্তা সমুহ নিরাপদ রাখার দাবিতে স্বতন্ত্র প্রার্থি সীমা র সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।।    কুমিল্লা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনের প্রতিটি ভোট কেন্দ্র ও কেন্দ্রে আসার রাস্তা সমুহে ভোটারদের আগমন নিরাপদ রাখতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লার মডার্ন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, আপনারা জানেন নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ভয় ও আতঙ্কের মাঝে রেখে জয় লাভের চেষ্টা করছেন । তিনি সাংবাদিকের গায়ে হাত তোলে, দুর্ব্যবহার করে, টিভি চ্যানেলে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি এবং তার কিছু সুবিধাভোগী কর্মী গ্রাম-গঞ্জে আমার কর্মীদের ভয় দেখাচ্ছে। প্রতিদিনই আমার পোস্টার ব্যানার কেটে ফেলে দিচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা ২৫৪ কুমিল্লা-০৬ আসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি এবং প্রশাসন ও সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আহবান আপনারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করুন।  প্রশাসন ও পুলিশের কড়া নজরদারী ও তাৎক্ষনির ব্যবস্থা নিলে ভোট কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের আসতে না দেয়া, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া, পুলিং এজেন্টদের বের করে দেওয়ার মতো অন্যায়গুলো রোধ করা যাবে ।  সন্ত্রাসীরা  ভোট কেন্দ্রে আসার রাস্তাগুলোতে পটকা ফুটিয়ে ভয়-ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হবে। কেন্দ্রের মধ্যে গন্ডগোল হচ্ছে এমন রব তুলো ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা হবে। এই কাজগুলো করা হতে পারে অল্প বয়সী ছেলেদের দিয়ে। আর, দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে বিশেষ করে লাঞ্চ টাইমে জোরপূর্বক জাল ভোট দেয়ার চেষ্টা করা হবে। আমি  আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের  সহায়তা চাচ্ছি, যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, কেউ যেন সরকারের বদনাম করতে না পারে ।

সংবাদ প্রকাশঃ ০৪০১২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ