পলাতক কায়কোবাদকে দেশে এনে রায় কার্যকর করার দাবি

মুরাদনগরে ভয়াল একুশে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত শোক র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

সিটিভি নিউজ ।।  মো. হাবিবুর রহমান, মুরাদনগর  সংবাদদাতা জানান ===
ভয়াল একুশে আগষ্টে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। আলেঅচনা সভায় বক্তারা ভয়াল একুশে আগষ্টে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার অন্যতম পলাতক আসামী সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সকল আসামীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানায়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, গোলাম ফারুক রানা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুলসুম আক্তার মিতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক আব্দুর রহিম সরকার, জেলা কৃষকলীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, কে এম সারফিন শাহ, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ ও বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিশ^জিত সরকার বিষু, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, বণ কুমার শিব, জাকির হোসেন, কাইয়ুম ভুইয়া, একেএম সফিকুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ছফিউল্লাহ ভুইয়া ও শ্রমিকলীগ নেতা কবির হোসেন প্রমুখ। পরে একটি শোক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। আলোচনার শুরুতে ভয়াল একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের মাগফিরাত ও আহতদের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন রহিমপুর হেজাজীযা এতিমখানার শিক্ষক মাওলানা মুফতী বেলায়েত উল্লাহ হামিদী। # #

সংবাদ প্রকাশঃ  ২১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ