পদ্মা সেতু উদ্বোধনের দিনই চালু হবে রেলসেতু

সিটিভি নিউজ।।   পদ্মা সেতুর উদ্বোধনের দিনই রেলসেতু চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।  মঙ্গলবার বেলা ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে এ কথা জানান রেলমন্ত্রী।

তিনি আরো জানান, তোমধ্যে রেলসেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল।
মন্ত্রী বলেন, মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেল স্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে বলে।
মাওয়া স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্য রওনা হন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রেলসেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডি এন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।সংবাদ প্রকাশঃ  ০৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ