পঞ্চম ধাপ ইউপি নির্বাচন জামালপুরের দেওয়ানগঞ্জ ৪-টি উইপিতে একটিতে আওয়ামীলীগ ও একটিতে স্বতন্ত্র বিজয়ী,২ টি ইউপি স্থগিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  কামরুজ্জামান কানু  সংবাদদাতা জানান == পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার দেওয়ানগন্জ   উপজেলায় চারটি ইউনিয়নের নির্বাচন অনুুষ্ঠিত হয় ৫ জানুয়ারি । এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চুকাইবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং ২-নং চর আমখাওয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুটি ইউনিয়নে একটি করে কেন্দ্র স্থগিত হওয়ায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি। চর আমখাওয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল ইসলাম মোটরসাইকেল মার্কায় ১১ হাজার ৭০৩ ভোট পেয়ে  বে সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ীমী লীগের প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট।

১-নং ডাংধরা ইউনিয়নে ১৪-টি কেন্দ্রো, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আজিজুর রহমান নৌকা মার্কায় ভোট  পেয়েছেন ৪ হাজার ৯৬০ । অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন আনারস মার্কায় ৪ হাজার ৬২৪ ভোট পায়। ঐ ইউনিয়নে একটি কেন্দ্রে অবৈধ পেশী শক্তিখাটানোর জের ধরে ভোট চলাকালে খন্ড খন্ড ধাওয়া পাল্টা (গোলোযোগ) হওয়ায় এই ইউনিয়নের চেংটিমারী স: প্রা: বিদ্যা:  কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করাহয়েছে। এ কারণে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষনা হয়নি। হাতীভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ২২৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী মোছা: মাহমুদা চৌধুরী নৌকা মার্কায়  ৩ হাজার ৬১০ ভোট পেয়েছেন। অবৈধ প্রভাব বিস্তারের জের ধরে ভোট চলাকালে গন্ডোগোল হওয়ায় এই ইউনিয়নের আমখাওয়া পূর্বপাড়া কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ কারণে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি।

এর আগে চুকাইবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২-য় বারের  চেয়ারম্যান  নির্বাচিত হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  কামরুন্নাহার শেফা বলেন, সবার সার্বিক সহযোগীতা পেয়েছি বলেই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। স্থগিত হওয়া কেন্দ্রো দুটির নির্বাচন খুব শিগগির অনুষ্ঠিত হবে। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে ওই দুটি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদ প্রকাশঃ  ০৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email