নিরাপদ চালক চাই সংগঠনের ৩য় বর্ষপূর্তী উপলক্ষে দোয়া ও ইফতার আয়োজন

সিটিভি নিউজ।।   নিরাপদ চালক চাই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটির ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে গত ৮ মে শনিবার নগরীর হোটেল ডায়নাতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্খি ও সদস্যদের নিয়ে এক ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মাস্টার, জনতা ব্যাংকের এজিএম ও এরিয়া ইনচার্জ আবুল হাসানাত আজাদ, কুমিল্লা কৃষি কারিগড়ি কলেজের প্রতিষ্ঠানা ও নিরাপদ চালক চাই সংগঠনের উপদেষ্টা মোঃ আনিছুর রহমান আখন্দ, গীতি কবি মোঃ শফিকুল ইসলাম ঝিনুক, সমতটের কাগজ পত্রিকার সম্পাদক মোঃ জামাল উদ্দিন দামাল, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর কাইয়ুম পলাশ, কুমিল্লা কবি ফোরামের সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জাবির, মানবাধিকার কর্মী মোঃ আবদুল হান্নান, সানজিদা রুমা, এপিক্সায়ান মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ সিরাজ, নিরাপদ চালক চাই সংগঠনের যুগ্ম আহবায়ক কমল কুমার চন্দন খোকন, স্বপ্নকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি রোকসানা মজুমদার সুখী, ফটো সাংবাদিক মোঃ ফয়সাল, সংগঠনের সদস্য সাজ্জাদ, সাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ রাহাত চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ চালক চাই সংগঠনের প্রধান সম্বনয়ক মোঃ আজাদ সরকার লিটন, দোয়া পরিচালনা করেন দারোগা বাড়ি জামে মজিদের পেশ ইমাম মাওলানা ইয়াছিন নুরী। ২০১৮ সালে ১১ মে নিরাপদ চালক চাই সংগঠনের আত্মপ্রকাশ হয়। জীবনের আগে জীবিকা নয় সড়ক দূর্ঘটনা আর নয়, সাবধানে চালালের গাড়ি নিরাপদে ফিরবে বাড়ি, নিভয়ে পথ চলতে চাই, নিরাপদ চালক চাই এই সকল স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিয়ে নিরাপদ চালক চাই সংগঠনের যাত্রা শুরু। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সড়কের জন্য দক্ষ প্রশিক্ষিত যোগ্য নিরাপদ চালক চাই, আমাদের সবার জীবন যাত্রা নিরাপদ হউক এবং সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সাধারণ মানুষকে সচেতনভাবে গড়ে তোলা। গত তিন বছরে সাংগঠনিকভাবে ব্যপক কর্মসূচী ও বাস্তবায়ন হয়েছে। ইতিমধ্যে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ৬টি নির্দেশনা প্রদান করেছেন। নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধ কল্পে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ০৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ