নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   ২৮ ফেব্রুয়া‌রি ২০২৩ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে নগরীর রাজগঞ্জ এলাকার মাছ, মাংস, মু‌দিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় ক্রয় ভাউচা‌রে মুরগীর দাম উ‌ল্লেখ না থাক‌লেও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে মুরগী বি‌ক্রি করায় মেসার্স সাইফুল ব্রয়লার হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কম দা‌মে কি‌নে অন‌্যায‌্যভা‌বে দাম বা‌ড়ি‌য়ে সোনালী মুরগী বি‌ক্রি করায় হাজী স‌ফিক প‌ল্ট্রি ব্রয়লার হাউজ‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে মাছের বাজা‌রে ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং মা‌ছে অপদ্রব‌্য মেশা‌নো হ‌চ্ছে কিনা দেখা হয়। এছাড়াও মাং‌সের দোকা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন করা আ‌ছে কিনা যাচাই করা হয় এবং খা‌সি ব‌লে ছাগীর মাংস দেওয়া হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। এছাড়াও আজ অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করায় কা‌সেম মিয়ার হো‌টেল‌কে ৩ হাজার টাকা এবং হীরণ হো‌টেল‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ মোট চার প্রতিষ্ঠান‌কে ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। তদার‌কি অ‌ভিযা‌নের সময় আসন্ন প‌বিত্র শ‌বে বরাত ও মা‌হে রমজা‌নের প‌বিত্রতা রক্ষা‌র্থে ন‌্যায‌্যমূ‌ল্যে মাংসসহ নিত‌্যপণ‌্য বি‌ক্রি কর‌তে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে স‌চেতন করা হয়। সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে সি‌টি ক‌র্পো‌রেশ‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ, জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং বাজার ক‌মি‌টির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

সংবাদ প্রকাশঃ ২৮০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email