নাসিক প্যানেল মেয়র হলেন শামীম ওসমান পন্থি বাবু, বাদল ও বিন্নি

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন প্রভাবশালী এমপি শামীম ওসমান পন্থি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ।
এছাড়াও প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের মাসিক সভা শেষে ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়। প্যানেল মেয়র তিন জনই শামীম ওসমান পন্থি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জন কাউন্সিলররা ভোটার দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছিলেন ৯২ হাজার ১৬৬ ভোট পান। নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হলো।

সংবাদ প্রকাশঃ  ১২-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ