নাসিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এডঃ তৈমূরের কাছে গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদা দাবি থানায় অভিযোগ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তেমূর আলম খন্দকারের কাছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তৈমূর আলম শনিবার (১ জানুয়ারি) রাতে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও সেটিকে জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।
লিখিত অভিযোগে তৈমূর আলম উল্লেখ করেন, তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী। গত কয়েকদিন যাবৎ একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক পরিচয় দিয়ে ০১৬১৮-৭৪৪১১১ নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে।
তৈমূর আলম বলেন, বিষয়টি বিব্রতকর। কিন্তু আমি এতটাই ডিস্টার্ব হচ্ছিলাম যে বিষয়টি পুলিশকে না জানিয়ে পারছিলাম না। তাই লিখিত ভাবে পুলিশকে ঘটনাটি অবহিত করে রেখেছি।
অভিযোগের সূত্র ধরে ০১৬১৮-৭৪৪১১১ নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, তৈমূর আলমের কাছে কেউ একজন চাঁদা দাবি করছে বলে তিনি অভিযোগ দিয়েছেন। আমরা তার অভিযোগটি তদন্ত করে দেখছি।

সংবাদ প্রকাশঃ  ০২-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email