নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : শনিবার (৮ জানুয়ারী) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের (এমপি শামীম ওসমান পন্থি) কমিটি বিলুপ্ত করা হয়। এতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে ‘মেয়াদোত্তীর্ণ’ উল্লেখ করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে চলা দ্বন্দ্বকে বড় করে দেখা হচ্ছে।
২০১৮ সালের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেওয়া হয়। আর মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে হাসনাত রহমান বিন্দুকে দায়িত্ব দেওয়া হয়।
১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় ছাত্রলীগের মহানগরের নেতারা তেমন সরব নন— অভিযোগ আইভীপন্থিদের। মাঝে একদিন প্রচারণা করলেও তাদের আর দেখা যায়নি।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে কল করা হলে সেটি রিসিভ হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে তার একটি আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র জানায়, রিয়াদ পায়ে আঘাত থাকার পরও প্রচারণা চালিয়েছেন। কেউ যদি অভিযোগ করে থাকে যে ছাত্রলীগ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা করছে না, সেটি সঠিক নয়।

সংবাদ প্রকাশঃ  ০৯-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ