নারায়ণগঞ্জে আন্তর্জাতিক  নারী পাচারকারী চক্রের  ২ সদস্য গ্রেফতার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : র‌্যাব-১১ রবিবার (৭ নভেম্বর) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ডিএনডি মেইন রোড, তাঁতখানা এলাকা হতে আন্তার্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সেন্টু কুমার দত্ত (৪৫) ও মোসাঃ আনোয়ারা বেগমকে (৬৭) গ্রেফতার করেছে।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাহিরে নারী পাচার করে আসছে। দরিদ্র ও সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে প্রলুব্ধ করে। পাচারকারী চক্রটি নারীদেরকে ভারত হয়ে অবৈধভাবে পাচার করে এবং যৌনতাবৃত্তিতে বাধ্য করে। তারা ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাদের সিন্ডিকেটের নারী পাচারকারী সদস্যদের সহযোগীতায় ভারতসহ বিদেশে নারী পাচার করে আসছে বলে জানা যায়। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৮-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ