নারায়ণগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসা : গ্রেফতার-২

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : র‌্যাব-১১ শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী সাইদুর রহমান (৩২) এবং তার সহযোগী হাসিবুল ইসলাম (২৯)কে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি স্মার্টফোন ও ২ টি ল্যাপটপসহ গ্রেফতার করে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ আদমজী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি)।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা যায় উক্ত আসামীরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যোগাযোগ স্থাপন করে নিয়মবহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। অধিক জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে।
তিনি আরো জানান, এসব চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতদপূর্বে বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে কেবলমাত্র মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে লোকচক্ষুর অন্তড়ালে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় এই ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১২-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ