নাথেরপেটুয়া হযরত ফাতেমা রা. মহিলা মাদরাসার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

সিটিভি নিউজ।।   মো. আলমগীর হোসেন ঃ  সংবাদদাতা জানান ===
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজার হযরাত ফাতেমা রা. মহিলা মাদরাসার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পবিত্র কোরআন খতম, ইসলামী ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহ্তামিম মাওলানা এমদাদুল্লাহর সঞ্চালনায় সভায় আলোচনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর হোসেন ও মোঃ দ্বীন ইসলাম। এতে শরীয়’ পর্দার অনুশাসন মেনে শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাযাত পরিচালনা করেন হাফেজ শাহাদাত হোসাইন। উল্লেখ্য, উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোঃ মাজহারুল ইসলামের সঠিক দিক-নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। তিনি মাদরাসার পাঠোন্নয়নে প্রসংশনীয় উদ্যোগ গ্রহন করেন। এ বিষয়, মাওলানা মোঃ মাজহারুল ইসলাম বলেন, অত্র এলাকায় নারী শিক্ষার উন্নয়নে হযরত ফাতেমা রা. মহিলা মাদরাসা অগ্রনী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই তিনি অভিভাবকদের প্রতি কন্যা সন্তাদের আলোকিত ভবিষ্যতের জন্য হযরত ফাতেমা রা. মহিলা মাদরাসায় ভর্তি করার জন্য অনুরোধ জানান। বর্তমানে মাদরাসাটিতে বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

সংবাদ প্রকাশঃ  ১৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ