নাথেরপেটুয়া হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ছবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মোঃ আলমগীর হোসেন ঃ সংবাদদাতা জানান ====
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারস্থ হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসায় ২০২২ইং শিক্ষাবর্ষের ছবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (৩ জানুয়ারী ২০২২ইং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিপুলাসার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. মহিউদ্দিন, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অহিদুর রহমান, হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার উপদেষ্টা মাওলানা হেদায়েত উল্লাহ, হাফেজ বেলায়েত হোসেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল খায়ের প্রমুখ। মাদরাসার সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাদরাসার মাদরাসার মুহ্তামিম মাওলানা এমদাদ উল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহাদাৎ হোসাইন, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মো. আলমগীর হোসেন, মাওলানা মোদাচ্ছের হোসাইন, মাওলানা মোরশেদ আলম, হাফেজ ইয়াকুব ও দ্বীন ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের আলোচনায় বলেন, যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা অপরিহার্য। সঠিক দ্বীনি শিক্ষার আলোকেই প্রকৃত মানুষ গড়ে উঠে। তারা বলেন, আমাদের মেয়েদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দিতে পারলে পরিবার ও সমাজ সুন্দর হবে। আমাদের মেয়েদের মধ্যে দ্বীনি শিক্ষা যত বেশী প্রসারণতা লাভ করবে, সমাজ তত এগিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, নাথেরপেটুয়া পুরাতন বাজার প্রাণকেন্দ্রে অবিস্থত হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসা অত্র এলাকায় মেয়েদের দ্বীনি ও জাগতিক শিক্ষায় অনবদ্য অবদান রাখবে। তারা প্রতিষ্ঠাটির উত্তরোত্তর সফলতা ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে মাওলানা মাজহারুল ইসলাম বলেন, মহান আল্লাহর শোকর যে, আমরা সফলতার সাথে এক বছর পার করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় যা সম্ভব হয়েছে। তাই তিনি সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন। বর্তমানে মাদরাসাটিতে বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

সংবাদ প্রকাশঃ  ০৪-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email