নাঙ্গলকোটে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   মজিবুর রহমান মোল্লা  সংবাদদাতা জানান =======
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ শ্লোগান বাস্তবায়নের লক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শনিবার মৎস্য দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মৎস্য ক্ষেত্র সহকারি মোঃ সুজন মিয়া ও অফিস সহকারি মোঃ নুরুল আমিন প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, ২০৩০সালে এস ডি জি গোল্ড এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার জন্য মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ৪৫ লক্ষ মেট্রিক টন থেকে ৪৬ লক্ষ মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে ৯০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা বিভিন্ন উন্নত প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে ২০৪১ সালে ৯০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষমাত্রা বাস্তবায়নে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে পৃথিবীর মধ্যে ইলিশ মাছ উৎপাদনে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় ও চাষের মাছ উৎপাদনে তৃতীয় স্থানে অবস্থান করছে। আমরা মাছ উৎপাদনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় একটি পক্ষ তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ খেলে ক্যান্সার হবে বলে অপপ্রচার করছে। কিন্তু বাংলাদেশ পুষ্টি ইন্সটিটিউট, মৎস্য গবেষণা ইন্সটিটিউট ও এশিয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাকা গবেষণা করে বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ খেলে ক্যান্সার হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি আরো বলেন,খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মৎস্য চাষীরা খুব একটা লাভবান হচ্ছে না। সেক্ষেত্রে সরকারিভাবে মৎস্য চাষীদের মাছের খাদ্যতে ভূর্তকী প্রদান করলে মৎস্য চাষীরা লাভবান হবে। এছাড়া মৎস্য চাষীদের বিদ্যুৎ বিল শিল্পের বিলের আওতায় আনলেও মৎস্য চাষীরা উপকৃত হবে।তাছাড়া মৎস্য কর্মকর্তা মাছের উৎপাদ বৃদ্ধিতে সরকারের গৃহীত বিভিন্ন প্রদক্ষেপের কথা তুলে ধরেন।

সংবাদ প্রকাশঃ  ২৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email