নাঙ্গলকোটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সিটিভি নিউজ।।    মজিবুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার, নাঙ্গলকোট:==========
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস্য গ্রামের মৃত আলী আহম্মদ মজুমদারের ছেলে বয়োবৃদ্ধ মোঃ মোস্তফা মজুমদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ধর্ষণ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে গতকাল বুধবার শ্রীহাস্য দক্ষিণপাড়া মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোঃ মোস্তফা মজুমদার, আবদুল হাকিম, বিল্লাল মজমুদার প্রমুখ।
ভুক্তভোগী মোঃ মোস্তফা মজুমদার বলেন, গত আড়াই বছর পূর্বে শ্রীহাস্য গ্রামের খোরশেদের ছেলে মনির, রুবেল, জিয়া, সোহেল, ইয়াছিনের ছেলে মিঠু, বাদল ও আতাকরা গ্রামের হিরু মিয়ার ছেলে জুয়েলের সাথে এলাকায় জুয়া খেলা নিয়ে বিরোধ হয়। এনিয়ে কুমিল্লা আদালতে মামলা চলমান রয়েছে। এ ঘটনার জের ধরে তারা পরিকল্পিতভাবে শ্রীহাস্য গ্রামের একটি প্রতিবন্ধী মেয়েকে আমার বাড়িতে কাজের মেয়ে হিসেব প্রেরণ করে। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী বলে এলাকায় অপ-প্রচার চালান। পরে মেয়ের মা বাদি হয়ে চলতি বছরের ১১ এপ্রিল নাঙ্গলকোট থানায় একটি মিথ্যা ও বানোয়াট ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বিনা অপরাধে দুই মাস জেল খাটতে হয়েছে। এতে করে মানসম্মানক্ষুণœসহ আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এ ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রেট ৫ নং আমলী আদালত মেয়েটির ডি এন এ পরীক্ষার নির্দেশ প্রদান করেন। ডি এন এ পরীক্ষায় আমার বিরুদ্ধে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় মোখলেছুর রহমান মজুমদার, মজিবুল হক মজুমদার, কলিম উল্ল্যা, সোয়াব মিয়া, হাশেম মজুমদার, আবুল কাশেম, আবুল হাশেম, মমতাজ মোল্লা, আবুদর রশিদ, আবু বক্কর প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১৫-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ