নাঙ্গলকোটে প্রণোদনার দাবিতে কেজি স্কুল শিক্ষকদের মানববন্ধন

সিটিভি নিউজ।।   মজিবুর রহমান মোল্লা- সংবাদদাতা জানান ==
নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে কেজি স্কুলে (কিন্ডারগার্টেন) কর্মরত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচী গতকাল শনিবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি মাস্টার কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, পরিচালক মিজানুর রহমান, মাস্টার লোকমান হোসেন, জোবায়ের হোসেন মজুমদার, প্যাসিফিক মাল্টিমিডিয়া স্কুল (বক্সগঞ্জ) প্রতিনিধি আবদুর রহমান পলাশ, শামছুল হক কিন্ডারগার্টেন স্কুল মোজাম্মেল হক, চাইল্ড কেয়ার স্কুল মাওলানা এয়াকুব হোসেন ভুঁইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কেজি স্কুলের লাখ-লাখ শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব শিক্ষক-কর্মচারীরা সমাজের মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের সদস্য। শিক্ষকতা করে স্কুল থেকে পাওয়া সামান্য ভাতা দিয়ে তারা পরিবারের ব্যয় নির্বাহ করে আসছে। কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাইভেট প্রতিষ্ঠান হওয়ায় শিক্ষার্থীদের বেতনের টাকা হতে শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রদান করা হয়। কিন্তু করোনা দুর্যোগে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ছাত্র-ছাত্রীদের বেতন বকেয়া থাকায় শিক্ষক-কর্মচারীরা ভাতা পাচ্ছে না। ফলে শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যে শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে সরকারিভাবে প্রণোদনা প্রদানের জন্য অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বর্তমানে কেজি স্কুল শিক্ষক-কর্মচারীদের মানবিক দিক বিবেচনা করে আর্থিক প্রণোদনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ প্রকাশঃ  ১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ