নাঙ্গলকোটে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক অবহিত করণ সভা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট  সংবাদদাতা জানান ====
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ, কুমিল্লার আয়োজনে ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের সহযোগীতায় ”জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা রবিবার নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিনি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ আরিফ ইমরান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, থানা উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান বাছির চেয়ারম্যান, আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল ওহাব, মক্রবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মুর্তুজা চৌধুরীসহ আরো অনেকে।
সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, ব্যবহার, সংরক্ষন ও আইনের বিধিবিধানসহ নানাহ বিষয়ে আলোচনা করা হয়েছে। এদিকে এর আগে উপজেলা খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা একই হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় সদস্যগণ উপস্থিত থেকে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন ধরণের প্রস্তাব এবং প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ প্রকাশঃ  ৩০-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email